ফরিদপুরে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

ফরিদপুর সদর উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে এক শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত নয়জন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2018, 07:06 AM
Updated : 11 Oct 2018, 07:06 AM

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গঙ্গাবর্দী কৃষি কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই মাহেন্দ্রের যাত্রী বলে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নিজামুল ইসলাম জানান।

নিহতরা হলেন- ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের মনিরুল ইসলাম পাটোয়ারীর ছেলে নির্মাণ শ্রমিক সুজন পাটোয়ারী (২২) ও কানাইপুরের উলুকান্দা গ্রামের শাহজালাল মাতুব্বরের ছেলে রাইকালী হাজী বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম (৪৫)।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা য়ায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই নিজামুল বলেন, ফরিদপুর থেকে মাগুরায় যাওয়ার পথে ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে কানাইপুর থেকে ফরিদপুরগামী একটি মাহেন্দ্রকে চাপা দেয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্তকর্তা মো.সাইফুজ্জামান বলেন, “এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন; আহত হন আরও দশ জন।

“আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।”

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে এসআই নিজামুল জানান।