কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ৩ মাইক্রোবাস যাত্রী নিহত

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 01:37 PM
Updated : 10 Oct 2018, 01:37 PM

ময়নামতি হাইওয়ে থানার এসআই হারাধন চন্দ্র দাস জানান, বুধবার বেলা ২টার দিকে চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার দেবিদ্বার উপজেলার প্রেমু গ্রামের আব্দুল ওহাবের মেয়ে পপি আক্তার (১৮), একই গ্রামের মরিয়ম আক্তার মুনমুন (১৮) ও মনোহরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের লাভলী আক্তার (২৮)।

পপি ও মুনমুন চান্দিনা মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

এসআই হারাধন বলেন, মাইক্রোবাসটি গোবিন্দপুর বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর সময় পেছন থেকে এসে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে লাভলী ঘটনাস্থলে নিহত হন।  হাসপাতালে নেওয়ার পর পপি ও মুনমুন মারা যান।

এ দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হন বলে জানান এসআই হারাধন।

হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
আহতরা হলেন কুমিল্লার ময়নামতি পরিজপুর এলাকার আব্দুল কাইয়ূম (৩৫), মনোহরগঞ্জ উপজেলার মহিউদ্দিন (২৫), সামছুল হুদা (৪৫), রাফি (৫), রাহিমা (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রসুলপুর গ্রামের রাসেল (২৫)।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ট্রাক বা এর চালককে আটক করতে পারেনি।