গ্রেনেড হামলার রায়ের পর নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ

২১ অগাস্ট গ্রেনেড হামলার রায়ের পর নারায়ণগঞ্জের কয়েক জায়গায় ককটেল বিস্ফোরসহ যানবাহন ভাঙচুর হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 11:24 AM
Updated : 10 Oct 2018, 11:24 AM

এসব ঘটনায় পুলিশ সাতটি ককটেলসহ তিন বিএনপি নেতাকে আটক করেছে।

সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে গলাচিপা এলাকায় তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলেও কাউকে আটক করা যায়নি। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এছাড়া সোনারগাঁ উপজেলার কাচপুর, মোগড়াপাড়া চৌরাস্তাসহ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় সাতটি ককটেলসহ বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোনারগাঁ থানার ওসি মোরশেদল আলম জানিয়েছেন।

আটক তিন নেতা হলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল হক রবিন, উপজেলা তাতিঁ দলের সভাপতি ইসমাইল সিকদার ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নূর নবী।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “কয়েকটি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।”