হবিগঞ্জে কৃষক বাছির হত্যায় ২ জনের প্রাণদণ্ড

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলায় কৃষক বাছিরকে হত্যর পাঁচ বছর পর দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 10:39 AM
Updated : 10 Oct 2018, 10:39 AM

বুধবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শাকিউর রহমান চৌধুরী (৩৫) ও গাজিউর রহমান চৌধুরী (৩৮) উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল হাই চৌধুরীর ছেলে।

রায় ঘোষণার শাকিউর আদালতে উপস্থিত ছিলেন।গাজিউর পলাতক রয়েছেন।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।  

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ৯ জুন রাত ১০টার দিকে শাকিউর ও গাজিউর কৃষক বাছিরকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় চারদিন পর বাছিরের পরিবার আজমিরীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ শাকিউরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।পরে তার দেওয়া তথ্যে ২৪ জুন গ্রামের পাশের হাওরের জমির মাঠির নিচ থেকে বাছিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের ভাই যীশু মিয়া চৌধুরী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় উল্লেখিত দুইজনসহ ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে আজমিরীগঞ্জ থানার এসআই সাজ্জাদুর রহমান ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার শুরু করে আদালত।