সাতক্ষীরায় ৭ রোহিঙ্গা নারী-শিশু আটক

দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টার সময় সাতক্ষীরায় চার শিশুসন্তানসহ তিন রোহিঙ্গা নারী আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 05:37 AM
Updated : 10 Oct 2018, 05:37 AM

সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে বুধবার ভোরে তাদের আটক করা হয় বলে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

এরা হলেন- মিয়ানমারের কুতুপপালং এলাকার মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫) তার মেয়ে রশিদা বেগম (৫), জান্নাতরা বেগম (৩), ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) ও উসুন জামান (৭৫)।

নুর বেগম বলেন, ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় ভাল কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দালালরা তাদের পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে।

সাত রোহিঙ্গা নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসার সময় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে ওসি জানান।