বরগুনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বরগুনায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমির বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পরিবারের ধারণা।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 09:42 AM
Updated : 9 Oct 2018, 09:42 AM

আমতলী থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, দক্ষিণ আমতলী গ্রামে সৌদি প্রবাসী নজরুল ইসলাম খানের বাড়িতে সোমবার গভীর রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন হাওলাদার (৬০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা। নজরুল ইসলামের বেয়াই তিনি।

নজরুলের স্ত্রী রেখা বেগম বলেন, আবুল ও তার স্ত্রী সোমবার সন্ধ্যায় তাদের বাড়িতে বেড়াতে আসেন।

“রাত ৩টার দিকে ডাক-চিৎকারে উঠে দেখি তিন-চারজন লোক আবুলকে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কোপাচ্ছে। এ সময় তারা আমার মেয় জেসমিনকেও (২৪) কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। পরিচিতি কেউ ডাক দেওয়ায় বেয়াই আবুল দরজা খুলে দিয়েছেন বলে ধারণা করছি।”

প্রথমে তাদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আবুলকে বরিশাল নেওয়ার পথে লেবুখালী ফেরিঘাট পৌঁছার আগেই রাত ৪টার দিকে তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।

আমতলী হাসপাতালের চিকিৎসক মিঠুন সরকার বলেন, “নিহত আবুলের হাতে, বুকে ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। জেসমিনের হাত ও শরীরে চার-পাঁচটি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।”

নিহত আবুলের স্ত্রী নার্গিস বেগম বলেন, “এলাকায় আমার স্বামীর সঙ্গে জমির বিরোধ রয়েছে। তারা এ ঘটনা ঘটাতে পারে।”

খুনি চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান ওসি আলাউদ্দিন মিলন।