শাবিতে সিইই বিভাগের ফেস্টিভ্যাল বৃহস্পতিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিইই) ফেস্টিভ্যাল আগামী বৃহস্পতিবার।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 06:21 PM
Updated : 8 Oct 2018, 06:21 PM

সোমবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইই বিভাগের সহযোগী অধ্যাপক ইমরান কবির।

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এই ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

ইমরান কবির বলেন, এক্সেল টু এক্সিড অর্থাৎ নিজেকেই ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়ে এগিয়ে চলা 'এক্সিড ২০১৮’ শিরোনামে এই উৎসবের বিভিন্ন ইভেন্ট শাবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

ইভেন্টগুলো হচ্ছে ট্রাস চ্যালেঞ্জ, মেকানিক্স অলিম্পিয়াড, অটোক্যাড ড্রয়িং, পোস্টার প্রেজেন্টেশন, সাধারণ জ্ঞান কুইজ, ব্র্যান্ডিং কম্পিটিশন ও এক্সিড ম্যানিফেস্টেশন।

তিনি আরও বলেন, “শাবিতে এ ধরনের আয়োজন এই প্রথম। আমরা এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলার শক্ত মানসিকতায় প্রস্তুত করার চেষ্টা করছি।”

অনুষ্ঠানে শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ সভাপতি, ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী এবং শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসের বিশেষ অতিথি থাকার কথা রয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৌরভ রায় বলেন, এ আয়োজনের বিভিন্ন ইভেন্টের বিচারক হিসেবে বিভিন্ন বিভাগের শিক্ষকরা থাকবেন।

এছাড়া ‘ব্র্যান্ডিং ব্যালাডস’ প্রতিযোগিতার অতিথি বিচারক থাকবেন টেন মিনিট স্কুলের উপদেষ্টা মোহাম্মদ সামিদ রাজ্জাক।

তিনি জানান, বিকালে প্রতিযোগীদের জন্য রয়েছে টেকনিক্যাল সেমিনার, সমাপনী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এই উৎসবে পার্টনার হিসেবে থাকছে সেভেন রিংস সিমেন্ট।

‘এক্সিড ২০১৮’ শিরোনামের এ অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের  ২৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারশ ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সৌরভ রায়, এক্সিড ২০১৮ এর আহ্বায়ক ইয়ামীন হোসাইন , যুগ্ম আহবায়ক মাহমুদ ইবনে সাদেক, অ্যাসোসিয়েশন অব সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর সহ-সভাপতি আয়েশা ফেরদৌস, সাবেক দপ্তর সম্পাদক কাজী তৌফিকুর রহমান প্রমুখ।