গাজীপুরে কালী প্রতিমা ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে একটি কালী মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 06:08 PM
Updated : 8 Oct 2018, 06:08 PM

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, রোববার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের পূর্ব সোনাব গ্রামের বটতলা কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র বর্মন বলেন, সোমবার সকালে মন্দির ঝাড় দেওয়ার সময় কল্পনা রানী নামের এক গৃহবধূ মন্দিরের ভেতর ভাঙাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীদের জানান।

মন্দিরের পুরোহিত প্রদীপ চন্দ্র বলেন, রাতে মন্দিরের কাজ শেষে মণ্ডপ ঢেকে দিয়ে বাড়ি চলে যান তিনি।

“সকালে খবর পেয়ে এসে দেখি প্রতিমার ভাঙা অংশ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।”

ওসি জাবেদুল বলেন, খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কমিটিকে থানায় অভিযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

কে বা কারা কী উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে তা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।