কুড়িগ্রামে চোর সন্দেহে পিটুনিতে আহত বন্দীর মৃত্যু

কুড়িগ্রামে চোর সন্দেহে পিটুনিতে আহত এক তরুণকে কারাগারে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 10:13 AM
Updated : 8 Oct 2018, 10:27 AM

কুড়িগ্রাম কারাগারের জেলার উমর ফারুক জানান, রোববার রাত ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মিয়া (২৩) নামে এই বন্দী মারা যান।

মামলার নথি অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকা থেকে জীবন মিয়া টাকা ছিনতাই করেন। এ সময় এলাকাবাসী তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় পুলিশ জীবন মিয়াসহ তিনজনকে আটক করে। মামলা হয় জীবন মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে।

জেলার উমর ফারুক বলেন, “জীবন মিয়াকে আহত অবস্থায় কারাগারে আনা হয়। তাকে জেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে রোববার বিকেল সাড়ে ৩টায় রংপুর কারাগারের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখোনে তার মৃত্যু হয়।”

জীবন মিয়ার মামা মঞ্জুরুল ইসলাম মণ্ডল বলেন, “মামলার বাদীপক্ষের লোকজন ও স্থানীয় লোকদের পিটুনিতে খুবই অসুস্থ ছিল জীবন। খেতে পারত না। দাঁড়াতে পারত না। এ কারণে তার মৃত্যু হতে পারে।”