গোপালগঞ্জে মহালয়ায় শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

গোপালগঞ্জে মহালয়া পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 05:53 AM
Updated : 8 Oct 2018, 05:55 AM

খাটরা সার্বজনীন কালীবাড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির আয়োজনে সোমবার ভোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহালয়ার দিন ‘মহাশক্তি, মহামায়া ও দুর্গতিনাশিনী’ দেবী দুর্গাকে মর্ত্যে ‘নেমে’ আসার আহ্বান জানানো হয়।

হিন্দু বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন।

সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। আশ্বিন শুক্লপক্ষের এই ১৫টি দিন দেবীপক্ষ, মর্ত‌্যলোকে উৎসব। 

অনুষ্ঠানে কবি সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী মহালয়া নিয়ে আলোচনা করেন। দেবীর আগমনী সংগীত পরিবেশন করেন প্রফুল্ল বল, অর্চণা রায়, প্রিয়াংকা সরকার পিংকী, নয়ন বিশ্বাস, বিশ্বজিৎ বাকচী বিশু, প্রতিমা রায়, রত্না রায়, হৈমন্তী বাকচী, প্রত্যয়ী পরমা, নবণীতা ভট্টাচার্য, প্রিয়ন্তিরায় পিউসহ আরও অনেকে।