যশোরে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ 

যশোর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছেন। 

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 09:13 AM
Updated : 7 Oct 2018, 09:28 AM

রোববার সকাল ১০টার দিকে উপজেলার ঝুঝুমপুর বালিয়াডাঙ্গা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান।

আহত সায়েম আলী (২২) যশোরের শার্শা উপজেলার উত্তর বারোপোতা এলাকার হজরত আলীর ছেলে। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সায়েম একজন মাদক বিক্রেতা বলে পুলিশের এ কর্মকর্তার ভাষ্য। 

যশোর কোতোয়ালি থানার এসআই আমিরুল ইসলাম বলেন, শার্শা থেকে একটি প্রাইভেটকারে করে ফেনসিডিলের একটি চালান যশোরে নিয়ে আসার খবরে শহরের বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান নেয়।

“এক পর্যায়ে ওই প্রাইভেটকার থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সায়েমকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।”

এ ঘটনায় বিপ্লব নামে পুলিশের এক এসআই আহত হন।পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রাইভেটকারটি জব্দ এবং ২৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করে বলে জানান এসআই।

যশোর সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাক্তার আব্দুল কাদের বলেন, সায়েমের ডান পায়ে গুলি লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।