পিরোজপুরে কালী মন্দির ভাংচুর, আটক ২

পিরোজপুর সদর উপজেলায় স্থানীয় একটি কালী মন্দির ভাংচুরের অভিযোগে দুইজনেকে আটক করেছে পুলিশ। 

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 07:36 AM
Updated : 7 Oct 2018, 07:36 AM

উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারের ‘পাঁচপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে’ শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান।

আটকরা হলেন- ওই ইউনিয়নের জুজখোলা এরাকার অহেদ হাওলাদার (৪৫) ও পাঁচপাড়া বাজারের মুহিদুল ইসলাম (৫০)।  

শিকদার মল্লিক ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শেখর চন্দ্র মণ্ডল বলেন, কালী মন্দিরের জায়গা নিয়ে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.শহিদুল ইসলামের সঙ্গে মন্দিরের লোকজনের বিরোধ চলছিল। পরে মন্দির কর্তৃপক্ষ এ নিয়ে মামলা করলেও আদালত তা খারিজ করে দেয়।

এর জেরে ইউপি চেয়ারম্যানের লোকজন কালী মন্দির ভাংচুর করে এবং প্রতিমা পাশের ডোবায় ফেলে দেয় বলে অভিযোগ করেন শেখর।

পাঁচপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি সুবাস চন্দ্র মিন্ত্রী বলেন, “মন্দির উচ্ছেদ করার জন্য শিকদার মল্লিক ইউনিয়নের চেয়ারম্যান এ হামলা চালিয়েছে।”

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মন্দির ভাচুরের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষের অভিযোগ তদন্ত করা হচ্ছে; সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান শহিদুল বলেন, “আমি এখন ঢাকায় আছি। মন্দির ভাংচুরের ঘটনায় আমি জড়িত না।”