রংপুরে ‘কৃমিনাশক খেয়ে’ ৬ শিশু অসুস্থ

রংপুরে কৃমিনাশক বড়ি খাওয়ার পর একটি বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2018, 01:39 PM
Updated : 6 Oct 2018, 01:39 PM

জেলার গঙ্গাচড়া উপজেলার মহিপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, শনিবার ২১তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে তাদের শিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খাওয়ানোর পর ছয়জন অসুস্থ হয়।

“বড়ি খাওয়ার কিছুক্ষণ পর প্রথমে তিনজন এবং পরে আরও তিনজন অসুস্থ হয়ে পড়ে।”

তাদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গওছুল আজম বলেন, অসুস্থ ছয় শিক্ষার্থীর মধ্যে তিনজনের অবস্থা একটু বেশি খারাপ হওয়ায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা শঙ্কামুক্ত।

তারা হল ষষ্ঠ শ্রেণির আজমিরা, জুলেখা ও সুমনা।

অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা গওছুল আজম।

রংপুরের সিভিল সার্জন আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম বলেন, খালি পেটে কৃমিনাশক বড়ি খাওয়া ঠিক নয়। তিন শিক্ষার্থী খালি পেটে বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবীর বলেন, “অসুস্থ শিক্ষার্থীরা ভালো আছে। কোনো সমস্যা হলে সেটা আমরা দেখা হবে।”