তুরাগে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে কয়েকজন নিখোঁজ

ঢাকার আশুলিয়ায় তুরাগ নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে কয়েকজন নিখোঁজ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2018, 05:07 PM
Updated : 5 Oct 2018, 05:08 PM

আশুলিয়া থানার ওসি রিজাউল হক বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে রুস্তমপুর এলাকায় খেয়া পারাপারের একটি নৌকা এ দুর্ঘটনায় পড়ে।

“প্রাথমিক তদন্তে চার-পাঁচজন নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের খোঁজ চেয়ে কেউ কোনো অভিযোগ করেনি।”

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলে তিনি জানান।

আশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর প্রত্যক্ষদর্শীদের কাছে খোঁজখবর নিয়ে বলেন, ২৫ জন যাত্রী নিয়ে নৌকাটি রুস্তমপুর ঘাটে যাচ্ছিল।

“ঢাকাগামী বালুভর্তি একটি বাল্কহেড নৌকার ওপর উঠে গেলে মাঝ নদীতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় অনেকেই তীরে উঠতে পারলেও অন্তত ১০ জন নিখোঁজ হয় বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা। তাদের মধ্যে নৌকার মাঝি উত্তম নিখোঁজ রয়েছেন।”

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি স্থানীয়রাও নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশিকুর রহমান বলেন, উদ্ধারকাজ চলছে। তবে স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে।