নাব্য সংকট: শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সবগুলো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2018, 08:54 AM
Updated : 5 Oct 2018, 09:11 AM

ফেরি চলতে না পারায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে  ট্রাকসহ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাপরিচালক সৈয়দ শাহ বরকত উল্লাহ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নদীতে পানির গভীরতা কমে যাওয়ায় লৌহজং টার্নিং পয়েন্ট এবং এর কাছের নতুন চ্যানেলেও ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

ড্রেজিংয়ের কারণে চ্যানেলে প্রবেশ করা যাচ্ছে না। তাই ঝুঁকি এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে বরকত উল্লাহ জানান।

তিনি বলেন “নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং চলছে। এখন ১৮ ফেরিই বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু হবে।”

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই আরমান হোসেন বলেন, নতুন করে আর কোনো যান ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যে যানগুলো আটকা পরেছে সেগুলোর নিরাপত্তা দেওয়া হচ্ছে।