ট্রাকে মাদক বহন, মালিক-চালক ২ জনকে যাবজ্জীবন

ঝিনাইদহে মাদক পরিবহনের দায়ে ট্রাকমালিক ও চালক দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 10:48 AM
Updated : 4 Oct 2018, 10:48 AM

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম আযম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের গনি মিয়ার ছেলে ট্রাকচালক হারুন অর রশিদ ও ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হারেজ আলীর ছেলে ট্রাকমালিক গোলাম মোস্তফা।

রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন।

আদালতে পিপি ইসমাইল হোসেন মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে ট্রাকে রাখা ৫০০ বোতল ফেন্সিডিলসহ চালক হারুন অর রশিদকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় হারুন ও ট্রাকমালিক গোলাম মোস্তফার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়। তদন্ত শেষে পুলিশ দুইজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি ইসমাইল বলেন, আদালত সাতজনের সাক্ষ্য নিয়ে উভয় অসামিকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে বলে রায় দিয়েছে আদালত।