পাবনায় উন্নয়ন মেলায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৭

পাবনায় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শিশুসহ সাতজন আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 07:31 AM
Updated : 4 Oct 2018, 08:35 AM

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচ শিশু হল ফরহাদ (১০), রাব্বী (১০), মেহেদী (১২), আলিম (১২) ও তুষার (১৩)।

আহত অন্য শিশুটির নাম জানাতে পারেনি পুলিশ।

আহত বেলুন বিক্রেতা হলেন জেলার গোবিন্দা মহল্লার বাপ্পী (৪৫)।

প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন।

ইউএনও বলেন, উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা উদ্বোধনের সময় সেখান থেকে প্রায় ৬০ গজ দূরে বেলুনে গ্যাস ভরার জন্য সিলিন্ডার রেখেছিলেন বেলুন বিক্রেতা বাপ্পী।

“হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় বেলুন বিক্রেতাসহ সাতজন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”

সারাদেশের সঙ্গে একযোগে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনের এই উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।