নাশকতার পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহে গ্রেপ্তার ৩

ঝিনাইদহ শহরে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; উদ্ধার করা হয়েছে হাতবোমা ও উগ্র মতবাদের বই।

ঝিনাইদহ  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 07:07 AM
Updated : 4 Oct 2018, 07:07 AM

শহরের পায়রা চত্ত্বরের ‘হোটেল ডেফোডিল’ থেকে বুধকার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান।

এরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামর শেখ আব্দুস সালামের মেয়ে উর্মি খাতুন (২১) ,পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার চড়কডাঙ্গা গ্রামের আবু সাঈদ আনসারি (২৩) ও তামিনগর গ্রামের সমেজ উদ্দিন শিকদারের ছেলে হাবিবুর রহমান (২৫)।

ওসি এমদাদুল বলেন, “নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে কয়েকজন একটি হোটেলে জড়ো হয়েছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি হাতবোমা ও বেশ কিছু জিহাদি বইসহ তিনজনকে আটক করা হয়।”  

শহরের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পরা করতে তারা সেখানে তারা সেখানে জড়ো হয়েছিল বলে এ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান।  

জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, গ্রেপ্তারদের মধ্যে আবু সাঈদ তার ফেইসবুকে সরকার বিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ার করেছেন। এ বিষয়ে জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ঘটনায় থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে।