নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, সড়কে বিক্ষোভ

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 06:59 AM
Updated : 4 Oct 2018, 08:33 AM

এ সময় একটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি যানবাহনে ভাঙচুরের সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ মামুন জানান, সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় সাদিয়া আক্তার নামে এক ছাত্রী বাসের ধাক্কায় আহত হলে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।

সাদিয়া কাচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় আবুল বেপারী ঘটনাস্থলে ছিলেন জানিয়ে বলেন, শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় মদনপুরগামী একটি বাস দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ছাত্রী পড়ে যায়। আরও এক ছাত্রী ধাক্কা খেয়ে গাড়ির নিচে চলে যায়।

“আমরা তাকে গাড়ির নিচে থেকে টেনে বের করে হাসপাতালে পাঠাই।”

গাড়ির চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে বলে তিনি জানান।

পুলিশ কর্মকর্তা মামুন বলেন, “সাদিয়া আহত হওয়ার পর এলাকায় মৃত্যুর গুজুব ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। একটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।

“আমরা নিশ্চিত হয়েছি ওই শিক্ষার্থী আহত হয়েছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”

পুলিশ বাসচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যায় বলে তিনি জানান।