গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার,  গ্রেপ্তার ১

গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহৃত এক শিশুকে ১২ ঘণ্টা পর ঢাকায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সন্দেহে একজনকে আটক করা হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 04:18 PM
Updated : 3 Oct 2018, 06:27 PM

মঙ্গলবার রাতে রাজধানীর কমলাপুরের একটি বিকাশের দোকান থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

অপহৃত জুনায়েদ আহমেদ (৬) কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাকের তোফায়েল আহমেদের ছেলে।

আটক জাবেদ হোসেন (২২) নোয়াখালীর সোনাইমুরী উপজেলার কাবিলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

শিশুটির পরিবারের বরাতে কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বলেন, জুনায়েদ মঙ্গলবার ভোর ৬টায় বাড়ির পাশের মক্তবে পড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। বেশ কয়েক ঘণ্টা পার হয়ে যাওয়ার পর সে ফিরে না আসায় ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

“পরে সকাল ৮টার দিকে জুনায়েদের মায়ের মোবাইলে একটি ফোন আসে। ফোন করে তাকে জানানো হয় তার ছেলেকে অপহরণ করা হয়েছে এবং এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে ওই ব্যক্তি।”

টাকা না দিলে এবং পুলিশকে জানালে ছেলেকে খুন করার হুমকিও দেওয়া হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, শিশুর মা জোহরা বেগম সকাল ১০টার দিকে কালিয়কৈর থানায় এসে মৌখিক অভিযোগ করলে পুলিশ তৎপর হয়।

“আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঢাকার পল্টন থানার উত্তর কমলাপুর থেকে গত মঙ্গলবার রাতে একটি বিকাশের দোকান থেকে শিশুটিকে উদ্ধার ও জাবেদ হোসেনকে গ্রেপ্তার করে।”

বুধবার শিশু জুনায়েদ আহমেদকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয় পুলিশ এবং জাবেদ হোসেনকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এসআই রফিকুল।

এ ঘটনায় শিশুর মা জহুরা বেগম বাদী হয়ে বুধবার কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।