বাগেরহাটে বাস ধর্মঘট ৬ ঘণ্টা পর প্রত্যাহার

বাগেরহাট আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়ন পরিবহন ধর্মঘট ছয় ঘণ্টা পর প্রত্যাহার করেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 03:02 PM
Updated : 3 Oct 2018, 03:02 PM

যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বুধবার প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ধর্মঘটটি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক খান আবু বক্কর বলেন, ধর্মঘটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

“যাত্রীদের দুর্ভোগ কমাতে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। এখন সব রুটেই আমাদের শ্রমিকরা বাস চালাচ্ছেন।”

খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বাগেরহাটের এক বাস চালককে মারধরের প্রতিবাদে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে সংগঠনটি।

সকাল থেকে বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা এবং বাগেরহাট-রুপসা রুটে কোনো বাস চলাচল করেনি; তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে পরিবহন মালিকরা জানিয়েছেন।

সংগঠনটির সহ-সভাপতি মাসুম মোল্লা ওরফে ছোট বাবু মাসুম সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে বাগেরহাট রুটের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে স্থানীয় এক শ্রমিক মাদক সেবন করছিল। বাসের চালক তাকে বাধা দিলে ওই মাদকসেবী তার অনুসারীদের সঙ্গে নিয়ে বাস চালককে মারধর করে।  

প্রশাসনকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এক সভায় জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ঘোষণা করা হয়।