‘মাদকাসক্ত স্বামীর’ নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ‘মাদকাসক্ত’ ও মাদক মামলার এক আসামির বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 01:38 PM
Updated : 3 Oct 2018, 01:38 PM

ফলসী গ্রামে গৃহবধূ জাকিয়া বেগম (২৬) অভিযোগ করেন সোমবার মারপিট করে তাকে ঘরে আটকে রেখেছেন তার স্বামী শাহজাহান মোল্লা (৩৫)।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

জাকিয়া গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা গ্রামের বাচ্চু শেখের মেয়ে।

হাসপাতালে চিকিৎসাধীন জাকিয়া বেগম বলেন, ২০০৬ সালে কাশিয়ানী উপজেলার ফলসী গ্রামের রতন মোল্লার ছেলে শাহজাহান মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে।

জাকিয়া সাংবাদিকদের বলেন, তার স্বামী শাহজাহান মোল্লা মাদকাসক্ত। এ নিয়ে তাদের সংসারে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকে। তাকে নেশা করতে বারণ করলে তাকে বেধড়ক মারপিট করে।

“সোমবার বিকালে সে আমাকে অমানুষিকভাবে মারপিট করে এবং ঘরের মধ্যে আটকে রাখে। খবর পেয়ে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।”

জাকিয়া আরও বলেন, “গত মাসে শাহজাহানকে মাদকসহ আটক করে পুলিশ। পরে জামিনে বেরিয়ে এসে আমার ভাইয়েরা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে অভিযোগ এনে আমাকে নির্যাতন করেছে।”

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুল ইসলাম বলেন, “শাহজাহান মোল্লা একজন মাদকাসক্ত। আমরা তাকে মাদকসহ আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছিলাম। জামিনে বেরিয়ে এসেছে বলে শুনেছি।”

তার স্ত্রীকে মারপিট করেছে এমন অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।