অবরুদ্ধ সেই ৮ পরিবার পেল যাতায়াতের পথ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাচীরে অবরুদ্ধ সেই আট পরিবারকে যাতায়াতের পথ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 10:13 AM
Updated : 3 Oct 2018, 10:13 AM

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মহফুজুর রহমান বুধবার সকালে প্রাচীরের কিছু অংশ ভেঙে পথ করে দেন।

ইউএনও বলেন, “জায়গা যারই হোক, জনসাধারণের চলাচলের পথ বন্ধ করার কোনো বিধান নেই। সবার চলাচলের পথ অবশ্যই ছেড়ে দিতে হবে।

“তাই প্রাচীর ভেঙ্গে অবরুদ্ধ পরিবারগুলোর জন্য চলাচলের পথ বের করে দেওয়া হয়েছে। এখন তারা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।”

এর আগে তাদের মই বেয়ে পাচিল টপকে যাতায়াত করতে হচ্ছিল।

উপজেলার নয়াকান্দি গ্রামের এই পরিবারগুলো অভিযোগ করেছিল, পাশের করফা গ্রামের নূর ইসলাম শেখ দুই মাস আগে পাচিল তুলে তাদের অবরুদ্ধ করে নামমাত্র দামে বাড়িঘর বেচার জন্য চাপ দিচ্ছেন।

এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খবর প্রকাশিত হয়। এর পরদিন উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

চলাচলের পথ পেয়ে পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।