মাদারীপুরে মাদকের মামলায় একজনের যাবজ্জীবন

ছয় বছর আগে ৩৫ বোতল ফেনন্সিডিলসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 09:23 AM
Updated : 3 Oct 2018, 09:23 AM

বুধবার মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত তুহিন শরীফের (৩৫) বাড়ি মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ির গাজিরচর এলাকায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।  

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এমরান লতিফ জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ির গাজিরচর এলাকা থেকে ৩৫ বোতল ফেসন্সিডিলসহ তিনজনকে আটক করে র‌্যাব।

পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।