টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2018, 12:47 PM
Updated : 2 Oct 2018, 12:47 PM

তবে পরিবারের অভিযোগ, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, টঙ্গীর আরিচপুর গাজীবাড়ি এলাকায় মঙ্গলবার হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম শাহিন (২২) পিরোজপুরের কাওখালী থানার চিরাপাড়া এলাকার শাহ আলমের ছেলে।

শহিদুল গাজীবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন ।

এলাকাবাসী জানান, ওই এলাকায় রেললাইনের পাশে নেকেরবাড়িতে ছিনতাই করতে গিয়ে শহিদুল হাতেনাতে ধরা পড়েন। এলাকাবাসী তাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শীহদুলের বড় বোন তাসলিমা আক্তার অভিযোগ করেন, “তাকে পূর্বপরিকল্পিতভাবে এলাকায় মদাকবিরোধী অভিযানের নামে পিটিয়ে হত্যা করা হয়েছে।”

শহিদুল ছিনতাইয়ের সঙ্গে জড়িত নন বলে তিনি দাবি করেন। তবে তিনি কোনো খুনির নাম বলেননি।

ওসি কামাল বলেন, “শহিদুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে ধরে এলাকাবাসী পিটুনি দেয়।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।