ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে শিক্ষককে পিটুনি

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগে টাঙ্গাইলে এক স্কুল শিক্ষককে পিটুনি দিয়েছেন তার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 05:51 PM
Updated : 1 Oct 2018, 05:51 PM

এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়।

সোমবার বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

দণ্ডিত সাঈদুর রহমান বাবুল এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি কালিহাতী উপজেলার পারখী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকদের সম্পর্কে অশালীন মন্তব্য করে আসছেন সাঈদুর। তিনি ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মামুন তালুকদার বলেন, নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ তুলে সোমবার ছাত্রীরা ও অভিভাবকরা স্কুলের অফিস কক্ষে শিক্ষক সাঈদুর রহমান বাবুলকে অবরুদ্ধ করে রাখেন।

“পরে তাকে ধরে পিটুনি দেন। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদুর রহমান বাবুলকে ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

“সেই সাথে কোনো অভিভাবক তার বিরুদ্ধে মামলা করলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”