বগুড়ায় চাকরির আশ্বাসে অর্থ আদায়, আটক ৪

‘সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাসে’ প্রতারণার অভিযোগে বগুড়ায় চার ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 05:20 PM
Updated : 1 Oct 2018, 05:20 PM

সোমবার জেলা সদরের সেউজগাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটকরা হলেন বগুড়ার সোনতলা উপজেলার ছানাউল্লাহ মন্ডলের ছেলে জোহা মিয়া (২২), জয়পুরহাটের কালাই উপজেরার আব্দল্লাহর ছেলে আমান উল্লাহ তুহিন (২২), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল হালিমের ছেলে রুবেল মিয়া (২২) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার আবু মুসার ছেলে আব্দুল কাদের (২৭)।

র‌্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি বগুড়া জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাসে টাকা আত্মসাত করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে জেলা সদরের সেউজগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন মাথার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানোনো হয়।