গোপালগঞ্জে বাসচালককে সাজা দেওয়ায় সড়ক অবরোধ

গোপালগঞ্জে দুই বাসচালককে সাজা দেওয়ায় শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 01:20 PM
Updated : 1 Oct 2018, 01:20 PM

সোমবার সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জেলার বেদগ্রাম বাসস্ট্যান্ডে বাস রেখে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পরে প্রশাসনের সঙ্গে বাসমালিক ও শ্রমিকদের বৈঠক হলে প্রায় সাড়ে চার ঘণ্টার অবরোধের অবসান হয়।

সদর সার্কেলের এএসপি মো. ছানোয়ার হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমান সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ না থাকায় বাসচালক রবিউলকে ১৫ দিনের কারাদণ্ড দেন। এর আগে রোববার তিনি একই অপরাধে বাসচালক শাহাদত হোসেনকে সাত দিনের কারাদণ্ড দেন। এর প্রতিবাদে ও দণ্ডিতদের মুক্তির দাবিতে শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড় অবরোধ করেন।