সিরাজগঞ্জে ট্রাক থেকে ২ লাশ উদ্ধার

সিরাজগঞ্জে সদর উপজেলায় একটি ভুট্টা বোঝাই ট্রাক থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 09:50 AM
Updated : 1 Oct 2018, 09:51 AM

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মূলিবাড়ি চেকপোস্ট এলাকা থেকে সোমবার দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রংপুরের আলামিন ও তার সহকারী পাটগ্রামের সোহেল।

ওসি শহিদ আলম বলেন, রোববার বিকাল থেকে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে স্থানীয় লোকজন। সোমবার ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে তারা থানায় খবর দেয়।

“পরে পুলিশ ওই ভূট্টা বোঝাই ট্রাকের কেবিন থেকে দুইজনের লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে।”

ওসি আরও বলেন, ট্রাকের মালিক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পশ্চিম জগৎদেল এলাকার আব্দুল কাদেরের সাথে মোবাইলে যোগাযোগ করে জানা গেছে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পাটগ্রাম থেকে ১১ টন ভূট্টা নিয়ে ট্রাকটি নরসিংদীর পথে রওনা দেয়।

ট্রাক মালিকের দেওয়া তথ্যমতে উদ্ধার হওয়া লাশ দুটি ট্রাকের চালক ও তার সহকারীর। লাশ সনাক্ত করার জন্য নিহতদের স্বজনদের থানায় আসতে বলা হয়েছে বলে ওসি জানান। 

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার বলেন, তাদের অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ট্রাকের কেবিনের ভেতরে রেখে পালিয়ে গেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

“নিহতদের শরীরের অনেকাংশ ঝলসে গেছে। ট্রাকের ইঞ্জিনের তাপে নাকি অন্য কোন কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”