কুয়াশার দেখা মিলেছে শেরপুরে  

কদিন ধরেই ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে শেরপুর জনপদ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 05:50 AM
Updated : 1 Oct 2018, 06:01 AM

সোমবার ভোরেও কুয়াশার চাদর মোড়ানো সকালে তেজদীপ্ত সূর্য ঢাকা পড়ে। এ সময় অনেক জায়গায় কয়েক গজ দূরের জিনিসও দেখা যায়নি।

বেশ কয়দিন ধরে ভোর থেকে শুরু হয়ে সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে হালকা, মাঝারি ও ঘন কুয়াশা থাকলেও শীতের আমেজ একেবারেই নেই। ববং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড গরমে নাকাল হচ্ছে মানুষ।

তবে শরতের মাঝামাঝিতে এসে আবহাওয়ার এই বৈচিত্র্যে বিস্মিত হয়েছেন এ জনপদের অনেকেই।