ময়মনসিংহে ১৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহে মালবাহী বগি লাইনচ্যুত হয়ে ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2018, 03:41 AM
Updated : 29 Sept 2018, 03:41 AM

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম জানান, বগিগুলো লাইনে তোলার পর রাত ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে চালবাহী একটি ফ্রেইট ট্রেনের চারটি বগি বাঘমারা রেলক্রসিংয়ে লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে জারিয়া-মোহনগঞ্জ ও ভৈরবের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জহিরুল বলেন, তখনই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করলেও শেষ হয় রাত ১টার দিকে।