রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাত মামলার আসামি সন্দেহভাজন এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

রাজশাহী অফিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2018, 05:54 AM
Updated : 28 Sept 2018, 05:55 AM

রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, নগরীর কর্ণহার থানার পাকুড়া আফিনেপালপাড়ায় বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত হাসিবুল হোসেন দামকুড়াহাট থানার সোনাইকান্দি গ্রামের আফতাব হোসেনের ছেলে।

হাসিবুল রাজশাহী অঞ্চলের শীর্ষ মাদক বিক্রেতা দাবি করে র‌্যাব বলছে, তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা আশরাফুল বলেন, রাতে পাকুড়া আফিনেপালপাড়া গ্রামের টহল দেওয়ার সময় স্থানীয় হাবিবুর রহমানের আম বাগান থেকে কয়েকজন ব্যক্তি র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থলে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষনা করেন।”

ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধারের কথাও জানায় র‌্যাব।