মানিকগঞ্জে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক নারীকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2018, 02:24 PM
Updated : 27 Sept 2018, 02:24 PM

একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দিতে হবে, যা অনদায়ে আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল আলম ঝিনুক আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিতরা হলেন উপজেলার বৈন্যা গ্রামের মিজানুর রহমান, নাসির হোসেন, আবদুল বারেক ও হাসান আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবদুস সালাম এবং আসামিপক্ষে নজরুল ইসলাম মামলা পরিচালনা করেন।

আবদুস সালাম জানান, ২০১৪ সালের ১০ অক্টোবর রাতে সিঙ্গাইরের বৈন্যা গ্রামের শ্রীকান্ত দাসের স্ত্রী সেবিকা রানি দাসকে ওই চার যুবক কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন শ্রীকান্ত দাস স্ত্রীকে হত্যার অভিযোগে ওই চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে।

২০১৫ সালের ৭ মার্চ পুলিশ এই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।