নারায়ণগঞ্জে কভার্ড ভ্যানচাপায় বাইক আরোহী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2018, 01:14 PM
Updated : 27 Sept 2018, 01:14 PM

এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ১০-১২টি যানবাহন ভাঙচুরসহ রাম্তার ওপর টায়ারে আগুন দিলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকলে উপজেলার কর্ণগোপ এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহত মিলন মিয়া (৩০) উপজেলার মাহমুদাবাদ টঙ্গীরঘাট এলাকার আজগর ফকিরের ছেলে।

এলাকাবাসী জানান, মাহমুদাবাদ টঙ্গীরঘাট এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিলন ও তার বন্ধু আব্দুল হাই। দ্রুতগামী একটি কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মিলন মারা যান।

এ ঘটনায় আব্দুল হাই আহত হলে তাকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি মনিরুজ্জামান।

তিনি বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

“তারা কভার্ড ভ্যানচালক মহিউদ্দিনকে পিটুনির পর পুলিশে দেয়। তাছাড়া তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়, ১০-১২টি যানবাহন ভাংচুর করে। এতে সড়কের উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ লোকজনকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।