বিএনপির পাল্টা কর্মসূচি দেবে না আ. লীগ: কাদের

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের পাল্টা কোনো কর্মসূচি আওয়ামী লীগ দেবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2018, 02:13 PM
Updated : 26 Sept 2018, 02:44 PM

বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলায় তিনি একথা বলেন।

চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বিএনপির সমাবেশের দিনটিতে মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার পাশাপাশি ‘ঢাকা দখলে রাখার’ কথা বলার একদিন পর ওবায়দুল কাদের একথা বললেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২৯ সেপ্টেম্বর বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করবে আওয়ামী লীগ তার কোনো পাল্টাপাল্টি সমাবেশ করবে না।

“তবে তারা যদি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাস্তা অবরোধ করে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁত ভাঙ্গা জবাব দেবে।”

কাদের বলেন, “যারা জাতিসংঘের মহাসচিবের নিমন্ত্রণ নিয়ে মিথ্যাচার করেছে তাদের হাতে বাংলাদেশ-গণতন্ত্র ও আইনের শাসন কি নিরাপদ?”

বিএনপির কোনো নীতি-আদর্শ নেই। বিএনপির দিন যতই এগিয়ে যাচ্ছে ততই তারা ভুয়া হয়ে যাচ্ছে। ধানের শীষ এখন বিষ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন কাদের।

আওয়ামী লীগের দিন যতই এগিয়ে যাচ্ছে নৌকা তীব্র বেগে ততই অগ্রসর হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, “দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মানুষের হাতে এখন মোবাইল; ১০ কোটি ইন্টারনেট। উন্নয়নের আর কিছু কি বাকি আছে? হ্যাঁ আছে। দ্বিতীয় পদ্মা সেতুর কাজ। সেই নির্মাণ কাজেরও প্রক্রিয়া শুরু হয়ে গেছে।”

প্রথম পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলেই দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ শুরু হবে বলে জানান সেতুমন্ত্রী।

তিনি উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

সামনের নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

সকালে পাংশার শিয়ালডাঙ্গি থেকে রাজবাড়ীর তালতলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও পুনঃনির্মাণ কাজের উদ্বোধন শেষে গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন কাদের।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম আরজের সভাপতিত্বে এ জনসভায় বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য জিল্লুল হাকিম, কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান প্রমুখ

সেতুমন্ত্রী পরে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি জিল্লুল হাকিমের সভাপতিত্বে এ সভায় অন্যান্যেও মধ্যে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বক্তব্য রাখেন।