সুনামগ‌ঞ্জে হত্যা মামলায় একজ‌নের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে দুই বছর আগে ইয়াকুব আলী হত্যা মামলায় একজ‌নকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2018, 09:13 AM
Updated : 26 Sept 2018, 09:13 AM

বুধবার সুনামগঞ্জের অতি‌রিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদল মিয়া জেলার মধ্যনগর থানার তে‌লিপাড়া গ্রা‌মের পা‌খি মিয়ার ছে‌লে।

প্রাণদণ্ডের পাশাপাশি বিচারক তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী  খায়রুল ক‌বির রু‌মেন জানান।

যাবজ্জীবনপ্রাপ্ত শ‌ফিক মিয়া সুনামগঞ্জ শহ‌রের নতুন হাসননগর এলাকার আবদুল মান্না‌নের ছে‌লে। তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাকির হোসেন নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১০ জানুয়ারি রাতে ইয়াকুব আলীকে ধারা‌লো অস্ত্র দিয়ে  কুপিয়ে জখম করা হয়। প‌রে তাকে উদ্ধার করে হাসপাতা‌লে নেওয়া হলে সেখানে কতর্ব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এ ঘটনায় ওই রাতেই নিহ‌তের বড় ভাই হযরত আলী সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।