মুন্সীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

মুন্সীগঞ্জ সদরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১১ মামলার আসামি সন্দেহভাজন এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2018, 03:57 AM
Updated : 26 Sept 2018, 07:14 AM

উপজেলার মিরকাদিমের নগরকসবা কাঠবাগানে বুধবার ভোর পৌনে ৪টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-১১র সহকারী পরিচালক মুহিতুল ইসলাম জানান।

নিহত আব্দুল মালেক (৪৫) মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার শওকত আলী ব্যাপারীর ছেলে।

মালেক দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত দাবি করে র‌্যাব বলছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ১১টি মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা মুহিতুল বলেন, নগরকসবা কাঠবাগানে মাদক বেচাকেনার খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব।এ সময় মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি করে। 

“এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় র‌্যাবের এএসআই আর্শেদ ও নায়েক লোকনাথ আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে এ র‌্যাব কর্মকর্তার ভাষ্য।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ৮০০ ইয়াবা ও নগদ ২৫’শ টাকা উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।