জনগণ চাইলে ইভিএম ব্যবহার: সিইসি

জনগণ চাইলে আইন হওয়া সাপেক্ষে আগামী নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 01:17 PM
Updated : 25 Sept 2018, 01:18 PM

মঙ্গলবার দিনাজপুরে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ইভিএম ব্যবহারের জন্য আইন মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। ইভিএম ব্যবহার যদি আইনে পরিণত হয় এবং জনগণ চাইলে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।”

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। বিএনপিসহ অনেকগুলো দল ইভিএম ব্যবহারের বিপক্ষে রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “এমুহূর্তে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না। যতটুকু সম্ভব ততটুকু কেন্দ্রে ব্যবহার করা হবে। আমাদের হাতেই ইভিএম রয়েছে দুই শতাধিক।”

আরেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে প্রত্যাশার কথা জানান সিইসি।

বিকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জেলা প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে সকালে জেলা নির্বাচন অফিসে দিনাজপুর জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

প্রধান নির্বাচন কমিশনারে সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমানও ছিলেন।