মেহেরপুরে ‘অস্ত্রসহ’ যুবদল নেতা আটক

মেহেরপুরে এক জেলা যুবদল নেতাকে আটক করা হয়েছে, যার কাছে অস্ত্র ও গুলি পেয়েছে বলে পুলিশের দাবি।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 02:51 PM
Updated : 24 Sept 2018, 02:51 PM

শহরের কলেজ মোড়ে অভিযান চালিয়ে রোববার তাকে আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত ওসি ওবায়দুল রহমান জানান।

আটক রাজন আহম্মেদ (৩০) জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক।

তবে রাজনের স্বজনদের দাবি বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় তাকে আটক করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের এসআই মীর মেজবাহুর দারাইন বলেন, তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের কলেজ মোড়ে অভিযান চালিয়ে রাজনকে আটক করে।

“এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

পুলিশ জানায়, পরে তাকে ডিবি কার্ষালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা আছে বলে জানান এসআই মেজবাহুর।

রাজন শহরের বোসপাড়ার জমসেদ আলীর ছেলে।

এদিকে রাজনের ফুপু শিউলী খাতুন বলেন, রোববার বিকালে রাজন বাড়ি পাশে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরে জানা যায় পুলিশ রাজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।