গাইবান্ধায় হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

গাইবান্ধায় হত্যায় দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 01:30 PM
Updated : 24 Sept 2018, 01:42 PM

গাইবান্ধার জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা সোমবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত রুহুল আমিন (৪০) জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন।

গাইবান্ধার পিপি শফিকুল ইসলাম শফিক মামলার নথির বরাতে বলেন, ২০১৬ সালের ১৮ মার্চ ওই উপজেলার গয়েশপুর গ্রামের মফিজল হকের ছেলে ভ্যানচালক মিজানুর রহমানের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। তার ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করেন আসামি।

এ ঘটনায় গ্রেপ্তারের পর রুহুল হত্যার দায় স্বীকার করেন। পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি শফিক বলেন, বিচারিক কার্যক্রম শেষে আদালত রুহুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়া আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।