মঠবাড়িয়ায় শতবর্ষী রাজনীতিবিদের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বর্ষীয়াণ  নেতা বিএনপি সভাপতি দিলওয়ার হোসেল মুন্সি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 03:59 PM
Updated : 23 Sept 2018, 03:59 PM

রোববার মঠবাড়িয়া পৌরসভায় দক্ষিণ মিঠাখালীর নিজ বাড়িতে তিনি মারা যান বলে জানান তার ছোট ছেলে নাজমুল আহসান কামাল মুন্সি।

মারা যাওয়ার সময় তার বয়স ১০০ ছিল জানিয়ে নাজমুল বলেন, দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি বলেন, “আমার বাবা কৃষি বিভাগে চাকরি করতেন। ১৯৭৩ সালে তিনি কৃষি বিভাগ থেকে অবসর নেওয়ার পর স্থানীয় ইউনিয়নের মেম্বার ছিলেন।”

বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই তিনি বিএনপির সাথে রাজনীতিতে যুক্ত হন এবং প্রথম মঠবাড়িয়া উপজেলা বিএনপি কমিটির কৃষি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মঠবাড়িয়া উপজেলার বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই দেলওয়ার হোসেল মুন্সি দলের জন্য কাজ করে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

প্রবীণ এ নেতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ মঠবাড়িয়া উপজেলার নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন।

সোমবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার দুই ছেলে ও সাত মেয়ে রয়েছে।