পাবনায় ‘ভাইয়ের হাতে’ ভাই খুন

পাবনার ঈশ্বরদীতে পারিবারিক বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। 

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 08:01 AM
Updated : 23 Sept 2018, 08:01 AM

রোববার সকাল ৭টার দিকে উপজেলার সাহাপুর গ্রামের মালিথাপাড়ায় এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান।

নিহত খোকন মণ্ডল (২৫) ওই এলাকার ইউনুস আলী মালিথার ছেলে।

খোকনের বড় ভাই ২৮ বছর বয়সী লিখন মণ্ডল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।

নিহতের পরিবার ও স্থানীয়দের বারাতে ওসি আজিম বলেন, সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে খোকনের সঙ্গে লিখনের স্ত্রী শারমিন খাতুনের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে শারমিন তার বাবার বাড়িত চলে যান।এর জেরে গত ককেদিন ধরে নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলছিল।

“সকালে খোকনের স্ত্রী রিনি খাতুন ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যান। এ সুযোগে লিখন তাদের ঘরে ঢুকে খোকনকে ঘুমন্ত অবস্থায় লোহার হাতুড়ি ও রড দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।” 

পরে খোকনের চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।  

তিনি বলেন, লিখনকে আটকের জন্য ইতোমধ্যে অভিযান চালানো হচ্ছে।তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।