তুরাগ নদীতে শিশু নিখোঁজ

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 03:56 PM
Updated : 22 Sept 2018, 03:56 PM

শনিবার সিকদারবাড়ির এলাকায় একটি ঘাটে নদীতে নেমে নিখোঁজ হয় আলামিন (৭)।

আলামিন ঢাকার উত্তরার ৮ নম্বর সেক্টেরের সিকদারবাড়ি এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় পাঁচ ঘণ্টা অনুসন্ধান শেষে সন্ধ্যায় অভিযান স্থগিত করে। রোববার সকালে আবার শুরু করবে।

টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর কবিরুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে আলামিন তার এক বন্ধুর সঙ্গে স্থানীয় সিকদারবাড়ির এলাকার আইচি মা ও শিশু হাসপাতালের পাশে তুরাগে নদের ঘাটে গোসলে যায়।

“এক পর্যায়ে তারা নদীতে নামলে স্রোতের টানে আলামিন গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় আলামিনের সঙ্গে থাকা বন্ধু ডাকাডাকি শুরু করলে আশপাশের লোকজন গিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।”

কিবিরুল বলেন, বেলা আড়াইটার দিকে টঙ্গী ফায়ার স্টেশনের চার দসস্যের ডুবুরিদল ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে আলামিনের কোন সন্ধান মেলেনি।

“নদীতে বেশি স্রোত থাকায় অন্ধাকারে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। রোববার সকালে আবার উদ্ধার কাজ শুরু করা হবে।”