শিশুকে ‘ধর্ষণের চেষ্টা’, সালিশ করায় ইউপি সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি শিশুকে ‘ধর্ষণ চেষ্টার’ ঘটনা সালিশে মীমাংশা করায় ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 12:23 PM
Updated : 22 Sept 2018, 12:23 PM

শনিবার হরিণাহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

একইদিন কোটালীপাড়া থানায় স্কুলছাত্রী ওই শিশুর মা বাদী হয়ে এ দুজনকে আসামি করে মামলা করেছেন। 

আসামিরা হলেন কোটালীপাড়ার বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আলম গাজী ও সালাম মোল্লা  (৪৮)।

মেয়েটির মা অভিযোগ করেন, বুধবার উপজেলার হরিণাহাটি গ্রামের মৃত মোফাচ্ছের মোল্লার ছেলে সালাম মোল্লা তার মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

“এ সময় মেয়ের চিৎকারে লোকজন এলে সালাম মোল্লা পালিয়ে যান।”

মামলার বাদী আরও বলেন, ঘটনাটি জানাজানি হলে বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আলম গাজী শুক্রবার রাতে তার বাড়িতে সালিশ বৈঠক বাসান। সালিশে তিনি সালাম মোল্লাকে এক হাজার টাকা জরিমানা করেন এবং জরিমানার এক হাজার টাকা গ্রহণ করে বাদীকে মামলা না করার জন্য চাপ দেন ওই ইউপি সদস্য।

এতে তিনি রাজি না হয়ে ইউপি সদস্য ও সালামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন বলে জানান। 

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনা সালিশে মীমাংসা করার কোনো সুযোগ নেই। স্কুল ছাত্রীর মায়ের অভিযোগ এফআইআর হিসেবে গহণ করা হয়েছে।

“পরে আমরা অভিযান চালিয়ে সালাম মোল্লা ও আলম গাজীকে  গ্রেপ্তার করে জেলা কারগারে পাঠিয়েছি।”