‘বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা’ শিক্ষককে চাপা দিল ট্রাক

গোপালগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় ট্রাকচাপায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 05:10 AM
Updated : 22 Sept 2018, 05:10 AM

জেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার আমিনুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম (৫০) টুঙ্গিপাড়া উপজেলার ননী-গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বলে পরিবার জানিয়েছে।

পরিদর্শক আমিনুর প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, সিরাজুল ও তার স্ত্রী গোপালপুর এলাকায় দাওয়াতে গিয়েছিলেন।

“সেখান থেকে ফেরার পথে গোপালপুর বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন তিনি। একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম মারা যান।”

এ ঘটনায় তার স্ত্রী আহত হলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি।