বাগেরহাটে ২ বাসের সংঘর্ষে যাত্রী নিহত

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 04:28 AM
Updated : 22 Sept 2018, 04:28 AM

বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই মো. জামাল উদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেন্দুয়া এলাকায় বিসমিল্লাহ ফিশ ফিডের সামনে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

এসআই জামাল বলেন, বাগেরহাট থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্রিন লাইনের এক পুরুষ যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

ঘটনাস্থল থেকে আহত আরও ১০ যাত্রীকে উদ্ধার করে হাসপতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পুলিশ বাস দুটি জব্দ করলেও চালকদের আটক করতে পারেনি।