জামালপুরে জামাত-শিবিরের ৮ নেতা-কর্মী আটক

জামালপুর শহর থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2018, 12:08 PM
Updated : 21 Sept 2018, 12:08 PM

সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরের বগাবাইদ এলাকার প্যারাগন কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বগাবাইদ এলাকার তারিকুল ইসলাম (৩৩), ওমর ফারুক (৩৩), খন্দকার বোরহান (৩১), মনির হোসেন (২০), মো. সাজু (৩৫), আবু তালেব সজীব (২৫), তারিকুল ইসলাম (৩১) ও মো. রহিত (১৮)।

ওসি নাছিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা সবাই জামাত-শিবিরের নেতা-কর্মী। তারা ওই কোচিং সেন্টারে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন।

“খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করতে পারলেও পালিয়ে গেছে আরও অন্তত ১৫ জন।”

তাদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।