রাজশাহীতে পাট বিক্রেতাকে কুপিয়ে ‘৫ লাখ টাকা ছিনতাই’

রাজশাহীতে এক পাট বিক্রেতাকে কুপিয়ে ছিনতাইকারীরা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2018, 11:51 AM
Updated : 21 Sept 2018, 11:51 AM

জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই লুৎফর রহমান জানান, শুক্রবার সকালে তাহেরপুর পৌরসভার চকিরপাড়ার পাট বিক্রেতা ইউসুব আলী ছিনতাইকারীর কবলে পড়েন।

তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

“তার মাথা ও শরীতে তিনটি ধরারো অস্ত্র ও রডের আঘাত রয়েছে।”

ইউসুব আলীর শ্যালক সোহেল রানা বলেন, “তাহেরপুর হাটে পাট কেনার জন্য দুলাভাই একটি ব্যাগে করে পাঁচ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। প্রতি হাটবার তিনি একই সময় একই রাস্তা দিয়ে হেঁটে হাটে যান।

“ভোর সাড়ে ৫টায় বাড়ি থেকে একাই বের হয়ে প্রায় ১০০ গজ যাওয়ার পর একটি পুকুরপাড়ে তিন-চারজন তাকে পেছন থেকে প্রথমে রড দিয়ে আঘাত করে। এরপর চাইনিজ কুড়াল দিয়ে দুটি কোপ দেয়। তিনি পড়ে গেলে তারা তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়।”

পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে জানিয়ে বাগমারা থানার ওসি নাছিম আহমেদ বলেন, তাদের দ্রুত ধরে আইনের আওতায় আনা হবে।