বরগুনায় বিস্ফোরণ, পেট্রোল বোমা উদ্ধার

বরগুনার আমতলী উপজেলায় বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল থেকে চারটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 03:44 PM
Updated : 20 Sept 2018, 03:44 PM

আমতলী-পটুয়াখালী মহাসড়কের কালিবাড়ি কালভার্ট এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে আমতলী থানার ওসি আলাউদ্দিন মিলন জানান।

মিলন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার সময় আমতলী-পটুয়াখালী মহাসড়কের কালিবাড়ি এলাকায় ৩/৪টি বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়।

“খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালিবাড়ি কালভার্টের কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরা চারটি তাজা পেট্রোল বোমা, বিস্ফোরিত বোমার কাচের বোতল এবং ১০টি কাঠের লাঠি উদ্ধার করে।”

পুলিশ পৌঁছার আগে ‘দুর্বৃত্তরা’ পালিয়ে যায় বলে জানান তিনি।

অস্থিতিশীল পরিবেশ তৈরি ও নাশকতার উদ্যেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের ভাষ্য।