টেকনাফে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি বাড়ি থেকে ৭২ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ সময় স্থানীয় এক নারী ও এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 12:04 PM
Updated : 20 Sept 2018, 12:04 PM

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান।

আটকরা হলেন টেকনাফের নাইট্যং পাড়ার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৩৩) এবং টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নাগরিক মো. হাশেম (৩৫)।

মেজর মেহেদী বলেন, মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি চালান টেকনাফের নাইট্যং পাড়ায় একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা একটি বাড়ি ঘিরে ফেললে সেখান থেকে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করে।

"ওই সময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে স্থানীয় এক নারী ও মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে বাড়ীটিতে তল্লাশি চালিয়ে ৭২ হাজার ২৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”

আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান মেজর মেহেদী।